নিউজ ডেস্ক - চলতি সপ্তাহে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছিল আগেই। কিন্তু বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় বৃষ্টির পরিমান বাড়বে দক্ষিণবঙ্গে। আজ দুই ২৪ পরগনা অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এর সাথে অতি ভারী জেরে বৃষ্টির পূর্ব মেদিনীপুর জেলায় কমলা সতর্কতা এবং কলকাতায় ,হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর জেলা গুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আজকের সাথে সাথে শনিবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে।পর দক্ষিণবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে সরবে নিম্নচাপ।
Tags
Weather Report