নিউজ ডেস্ক - ইতিমধ্যে বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সকল জেলাগুলিতে। আবহাওয়া দপ্তরে খবর আগামী মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সাথে সাথে বৃষ্টি হবে উত্তরবঙ্গে ।আজ রবিবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতে বৃষ্টি বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আজ হুগলি, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূমে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
সোমবারও বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াজেলায় এই সতর্কতা থাকবে।সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কায় মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে।
এরপর মঙ্গলবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এরসাথে আগামী সাত দিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রপাত সহ মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া গেছে হাওয়া অফিসের তরফ থেকে।
আবার অপরদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে।কিন্তু আজ ভারী বৃষ্টির সতর্কতা নেই। তবে সোমবার এবং বুধবার উত্তরের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে।