নিউজ ডেস্ক - নিম্নচাপের জেরে গতকাল রাত থেকে প্রবল বৃষ্টি হচ্ছে কলকাতা-সহ সংলগ্ন এলাকায়। নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরলেও বৃষ্টি চলবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।আর আজ ,মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে জানাচ্ছে হওয়া অফিস। তবে, বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমলেও শনি ও রবিবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। ফের নতুন করে বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে। যা ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোবে ।
আগামী ৪৮ ঘণ্টায় উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ডে এই নিম্নচাপ যাবে আর তাই পচিমবঙ্গের ও ওড়িশার মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে । কারণ ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে সমুদ্রে যার জন্য উত্তাল থাকবে সমুদ্র।আজ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনায়। আর কলকাতা-সহ বাকি জেলা গুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Tags:
Weather Report