নিউজ ডেস্ক - বঙ্গোপসাগরের নিম্নচাপ, ঘূর্ণাবর্তের জেরে গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি চলছি । তবে বুধবার সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়া দেখা গেল। এর সাথে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে বলে জানা যাচ্ছে। কিন্তু শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে খবর, নতুন করে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে যার বেশি প্রভাব পড়তে পারে ওড়িশায়। কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
আলিপুর আবহাওয়া দপ্তরের খবর , গভীর নিম্নচাপের জেরে শনিবার ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তাই বাংলার মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। শুক্রবার ও শনিবার পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উত্তাল হতে পারে তাই বৃহস্পতিবারের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।