নিউজ ডেস্ক - গত সপ্তাহে ঘূর্ণবাতের জেরে প্রবল বৃষ্টি হয়েছে বাংলায়। তবে চলতি সপ্তাহে কমেছে বৃষ্টির দাপট। কিন্তু আবহাওয়া দফতরের পূর্বাভাস, ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে বাংলায় বৃষ্টি বাড়বে। এই গোটা সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গের উপরের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। শনি ও রবিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পাল্টাতে পারে। বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই।
হাওয়া অফিস জানাচ্ছে ওড়িশার উপর থেকে সরে এসে মৌসুমী অক্ষরেখা ফের সক্রিয় হয়েছে বাংলার দিকে। বর্তমানে এই অক্ষরেখা পুরুলিয়া ও কাঁথির ওপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কারণেই বাংলার জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে মনে করা হচ্ছে।
ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে। কলকাতা-সহ আশপাশের এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।