নিউজ ডেস্ক - রাজ্য সেচ দফতরের নতুন প্রস্তাব । বন্যা নিয়ন্ত্রণের জন্য জেলায়-জেলায় মজে যাওয়া খাল ও ছোট নদীগুলি সংস্কার করার কথা ভাবছে সেচ দফতর ।আর ইতিমধ্যেই জেলাশাসকের কাছে চিঠি দিয়ে রাজ্যের সেচ সচিব প্রভাত মিশ্র ছোট নদী ও খাল চিহ্নিত করতে নির্দেশ দিয়েছেন।
নবান্ন সূত্রে খবরে জন যাচ্ছে, জেলাশাসকদের তিনি লিখেছেন, "অতি বৃষ্টিতে বিভিন্ন এলাকা জলমগ্ন হওয়ার অন্যতম কারণ পলিমাটিতে খাল ও ছোট নদীগুলি মজে যাওয়া। এজন্যই হচ্ছে নদী ভাঙন। তাই এখনই জেলাগুলিতে মজে যাওয়া বা জল ধারণ ক্ষমতা কমে যাওয়া খাল ও নদীগুলি চিহ্নিত করে পলিমাটি তুলে সংস্কারের প্রস্তাব পেশ করা হয়েছে। তা না হলে বর্ষায় বন্যার মোকাবিলা করা সম্ভব নয়।" এর সাথে তিনি মনে করিয়ে দিয়েছেন,পলিমাটিতে মজে যাওয়া খালগুলি জমি জেলা কালেক্টরেটের নামেই রেকর্ড করা রয়েছে। যাতে সেগুলি চিহ্নিত করে পলি তোলার কাজ দ্রুত করা যেতে পারে। এই প্রসঙ্গে নদিয়ায় সম্প্রতি মজে যাওয়া বুড়ি-গঙ্গার পলিমাটি তুলে পুর্নজ্জীবিত করার কথা উল্লেখ করেছেন। তাই বন্যা নিয়ন্ত্রণে দীর্ঘ মেয়াদী কর্মসূচি নিতে জেলাশাসকদের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে।