নিউজ ডেস্ক : সালটি ছিল ২০২১। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল এলাকায় মৃত্যু হয়েছিল এক হস্তিশাবকের। যার ফলে সেখানকার গ্রামবাসীরা প্রত্যেক বছর তার আত্মার শান্তির জন্য হাতি মেলার আয়োজন করেন। শুধু তাই নয়, গ্রামবাসীরা মিলে সেই এলাকায় প্রতিষ্ঠিত করা হয়েছে একটি কংক্রিটের হাতির মূর্তিও। এই হাতি মেলায় ঝুমুর গানের ব্যবস্থা থাকে। তার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় গ্রামবাসীদের পক্ষ থেকে। এই বছরও একলার বাসিন্দারা মিলে পুজো ও মেলার আয়োজন করেছেন। তবে এবার সদ্য এক গর্ভবতী হাতির মৃত্যুকে কেন্দ্র করে খোপ প্রকাশ করেছে তাঁরা।
সুশান্ত মাহাত নামের সেই এলাকার এক বাসিন্দা জানান , "জঙ্গলমহলের মানুষ হাতিঠাকুরকে দেবতা হিসেবে পুজো করেন। তিনি বলেন, হাতির হামলায় ঘর-বাড়ি ও ফসলের ক্ষতি হয়, এমনকি প্রাণহানির ঘটনা ঘটে। তা সত্ত্বেও জঙ্গলমহলের মানুষ হাতিঠাকুরকে দেবতা হিসেবে পুজো করেন। তাই সেই হস্তিশাবকের আত্মার শান্তি কামনা করে এই হাতি মেলার আয়োজন করা হয়। এবার তৃতীয় বছর এই মেলায় ঝুমুর গান-সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গ্রামবাসীদের সহযোগিতাতেই ওই হাতি মেলার আয়োজন করা হয়েছে।" যদিও হাতি মেলাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে উৎসবের মেজাজ দেখা দিলেও ফের আর এক হাতির মৃত্যুর ঘটনায় খুব কষ্ট পেয়েছেন তাঁরা।
Tags
WEST BENGAL