WEST BENGAL : বাংলায় কি হতে চলেছে রাষ্ট্রপতির শাসন ? প্রশ্ন তৃণমূল মুখপত্রের



নিউজ ডেস্ক - বাংলাদেশে যেমন গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সে রকমই কি আরজি কর-কাণ্ডের পর বাংলায় জারি হতে চলেছে রাষ্ট্রপতি শাসন? আর বাংলায় রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস? তৃণমূলের মুখপত্র 'জাগো বাংলা'তেই এমনটাই দাবি করা হয়েছে বলে জানা যাচ্ছে। এর সাথে আরও বলা হয়েছে যে, সোমবার বাংলায় রাষ্ট্রপতি শাসন চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দেন রাজ্যপাল। সেই চিঠি ইতিমধ্যে রাষ্ট্রপতি ভবনেও পৌঁছে গিয়েছে। প্রসঙ্গ অনুযায়ী, আরজি করের চিকিত্‍সক-পড়ুয়ার ধর্ষণ-খুনের ঘটনায় ,আরজি কর-কাণ্ডে বিচারের দাবিতে সোচ্চার রাজ্যবাসীর। ইতিমধ্যে এই ঘটনার তদন্তের জন্য কলকাতা হাইকোর্ট সিবিআইকে । ঘটনার গুরুত্ব বিচারে আরজি কর-কাণ্ডে হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। 

দেশের শীর্ষ আদালত আরজি করের ঘটনাকে 'ভয়ংকর ও ন্যক্কারজনক' বলে মন্তব্য করেছে। সুপ্রিম কোর্টের শুনানির দিন রাজ্য সরকারের পক্ষে সওয়াল করেন কপিল সিব্বল। কেন্দ্রের পক্ষে এসজি তুষার মেহতা। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন,"আরজি করের ভয়ংকর ও ন্যক্কারজনক। এই ঘটনার পর এই দেশে তরুণ, তরুণী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে। তা সত্ত্বেও মহিলারা কাজের জায়গায় সুরক্ষিত হবেন না কেন? দুঃখজনক ঘটনা হল নির্যাতিতার পরিচয়, ছবি, ভিডিয়ো প্রচার করা হয়েছে। কেন আত্মহত্যা বলে ঘোষণা করা হল? নির্যাতিতার পরিবারকে ৪ ঘন্টা অপেক্ষা করিয়ে রাখা হয়েছে! সন্ধ্যা পর্যন্ত এফআইআর করা হল‌ না! রাত সাড়ে ৮টায় বডি পরিবারের হাতে দেওয়া হল আর এফআইআর রুজু হল ১১টা৪৫- এ? অত্যন্ত সিরিয়াস ব্যাপার। প্রিন্সিপাল পদত্যাগ করার পর সঙ্গে সঙ্গেই অন্য হাসপাতালের প্রিন্সিপাল করা হল! হাসপাতালের প্রিন্সিপালের ভূমিকায় ক্ষুব্ধ শীর্ষ আদালত। হাসপাতালে যেভাবে ভাঙচুর করা হল, তা মেনে নেওয়া যায় না‌।" 

শীর্ষ আদালত ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করার নির্দেশ দিয়েছে। সারা দেশের হাসপাতাল গুলিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে কী কী করা উচিত তার পরামর্শ দেবে ওই টাস্ক ফোর্স। এর সাথে এই দিন আদালত আরও বলে যে, শান্তিপূর্ণভাবে যারা প্রতিবাদ করবেন তাদের উপর কোনওভাবে জোর খাটানো যাবে না। ডাক্তার হোক, আইনজীবী হোক বা নাগরিক সমাজ হোক, শান্তিপূর্ণ প্রতিবাদ তারা দেখাতে পারেন।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন