নিউজ ডেস্ক - পূর্ব মেদিনীপুরে দুটি স্কুলের জমিই বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল প্রধান শিক্ষক অশোক কুমার মণ্ডলের বিরুদ্ধে। স্কুল দুটি পূর্ব মেদিনীপুরের পটাশপুর এবং রামনগরে অবস্থিত। পটাশপুর ১ নম্বর ব্লকের অমর্ষি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি স্কুলের ৩০ ডেসিমাল জমি এবং রামনগর-১ ব্লকের হলদিয়া-১ গ্রাম পঞ্চায়েতের সাদী রাজেন্দ্র নারায়ণ হাইস্কুলের ১৭ ডেসিমাল জমিও বিক্রির অভিযোগ উঠছে। এই ক্ষেত্রে স্কুল পরিদর্শক কৃষ্ণেন্দু পালের সই নকল করেই জমি বিক্রি করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অর্জুনি মৌজায় রাজেন্দ্র নারায়ণ হাইস্কুলের ১৭ ডেসিমাল জমি বিক্রি করেছেন ১ লক্ষ ৭০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন।
এই বিষয় নিয়ে স্কুলের পরিচালন কমিটির এক সদস্যের অভিযোগের ভিত্তিতে বিষয়টি প্রকাশ্যে আসে।এবং এরপরে তদন্তে নেমে স্কুল পরিদর্শক জানতে পারেন যে রেজিস্ট্রির সময় সই নকল করা হয়েছে। এর পরেই অভিযুক্ত প্রধান শিক্ষককে ধরা হলে, তিনি জমি বিক্রির অভিযোগ স্বীকার করেন। জানা যাচ্ছে,তৃণমূল বিধায়ক অখিল গিরি রামনগরের স্কুলটির প্রধান শিক্ষককে জমি ফিরিয়ে দিতে বলেছেন ।
পূর্ব মেদিনীপুরের অবর বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) শুভাশিস মৈত্র বলছেন," দুটি স্কুলের ক্ষেত্রেই স্কুল পরিদর্শককে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেছে বিজেপি। তাদের বক্তব্য, রাজ্যসরকার প্রতিটি ক্ষেত্রেই দুর্নীতি করছে। তা দেখেই শিখছে স্কুলের প্রধান শিক্ষকরা।"