নিউজ ডেস্ক : বেশকিছু দিন ধরে শোনা যাচ্ছিলো যে রাস্তাঘাটে বেসরকারি বাসে দেখা মিললেও সরকারি বাসের দেখা সেরা মিলছে না। অর্থাৎ কমে গিয়েছে সরকারি বাসের সংখ্যা। আর সেই নিয়ে মঙ্গলবার পরিবহণ দফতরের রিভিউ বৈঠকে সরকারি বাসের সংখ্যা কম নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, রাস্তায় সরকারি বাসের সংখ্যা কমে যাচ্ছে। তারপাশাপাশি বেতনে টাকা খরচ হয়ে গেলেও সরকারের আয় কিছুতেই বাড়ছে না।
যার ফলে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে দু’টি বাসের মাঝের সময় কমানোর কথা বলেন। সাথে তিনি বলেন প্রয়োজন হলে ৩টি শিফ্টের জায়গায় ৪টি শিফ্টে কাজ করানো হোক। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, সুপ্রিম কোর্টে মামলা চলার জন্য প্রায় ১ হাজারের বেশি বাস আটকে রয়েছে। তবে সম্প্রতি আরও ১ হাজার ১৮০টি বৈদ্যুতিক বাস কেনা হয়েছে। কিন্তু তাতেও কোনো আয় বাড়ছেনা।
Tags:
WEST BENGAL