WOMEN T20 WORLD CUP : মহিলাদের টি-২০ বিশ্বকাপের ভেন্যু পাল্টে বাংলাদেশ থেকে করা হল আরবের আমিরশাহী

 


নিউজ ডেস্ক - অবশেষে মহিলাদের টি-২০ বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হল । আইসিসির তরফ থেকে জানানো হয়েছে, পূর্বনির্ধারিত সূচী অনুযায়ী সংযুক্ত আরবের আমিরশাহীতে দুবাই এবং শারজা-দুটি মাঠে বিশ্বকাপের সব ম্যাচ আয়োজন করা হবে। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলেও পরিস্থিতি সম্পূর্ণভাবে স্বাভাবিক হয়নি। এইরকম পরিস্থিতি থাকার সত্ত্বেও নিজেদের দেশেই মহিলাদের টি-২০ বিশ্বকাপ আয়োজন কর‍তে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফলে বোর্ডের তরফ থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিশ্বকাপ আয়োজন করার অবস্থা নিয়ে সেনাপ্রধানকে চিঠিও লেখা হয়। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রথম থেকেই সংশয়ে ছিল আইসিসি। তাই বিকল্প হিসেবে শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরশাহী ভেবে রাখা হয়েছিল।      

অবশেষে মঙ্গলবার আইসিসির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, বাংলাদেশ থেকে পাল্টে আরবে নিয়ে যাওয়া হচ্ছে মহিলাদের বিশ্বকাপ। তবে আয়োজকদের ভূমিকায় থাকছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডই। এক বিবৃতিতে বলা হয়েছে, “মহিলাদের টি-২০ বিশ্বকাপ বাংলাদেশে আয়োজন করতে না পারাটা খুবই লজ্জাজনক। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবরকমভাবে চেষ্টা করেছে বিশ্বকাপ আয়োজনের। তবে অংশগ্রহণকারী একাধিক দেশের তরফে যা নির্দেশিকা জারি করা হয়েছিল, তাতে বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন করা অসম্ভব হয়ে পড়ে।” 

তবে আইসিসির তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, সংযুক্ত আরব আমিরশাহীতে খেলা হলেও আয়োজক হিসাবে থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডই। ৩ অক্টোবর থেকে শুরু হবে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ যা ২০ অক্টোবর পর্যন্ত চলবে। ১০ দলের এই টুর্নামেন্টের ম্যাচ খেলা।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন