নিউজ ডেস্ক - আরও একটি ব্রোঞ্জ ভারতের নামে । আর সেই ব্রোঞ্জ এনে দিলেন পুরুষ কুস্তিগির অমন শেরায়তও পুয়ের্তো রিকো-র প্রতিপক্ষ দারিয়ান ক্রুজকে হারিয়ে ৷শুক্রবার তিনি ব্রোঞ্জ মেডেলের ম্যাচে ১২- ৫ জিতলেন তিনি৷ এক সময় ম্যাচ হাড্ডাহাড্ডি জায়গায় পৌঁছে গেলেও ৫৭ কেজি বিভাগে জিতে ভারতে পঞ্চম ব্রোঞ্জ এবং দেশকে ষষ্ঠ পদক উপহার দিলেন তিনি৷ এর আগে ভারতীয় কুস্তিগীর আমান শেরায়তও প্যারিস অলিম্পিক ২০২৪-এর সেমিফাইনালে জায়গা করে নিয়েছিলেন। বৃহস্পতিবার ৫৭ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে আলবেনিয়ার জেলিমখান আবকারভকে হারান। ভারতের আংশু মালিকও বৃহস্পতিবারই প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু প্রথম ম্যাচেই আমেরিকার হেলেন মেরুলিসের কাছে পরাজিত হন।
সেমিফাইনালে জাপানের আর হিগুচি-র কাছে ১০ -০ হেরে গিয়ে সোনা-রুপোর দৌড় থেকে হারিয়ে বেরিয়ে গেলেও ব্রোঞ্জ ম্যাচে তার দাপট দেখিয়ে ম্যাচ জেতেন অমন শেরায়ত ৷ তাঁর এদিনের জয়ের পর ২০০৮ সাল থেকে টানা প্রতিটা অলিম্পিক্সে ভারত কুস্তি থেকে পদক নিয়ে আসার ধারা বজায় রাখলেন অমন শেরায়ত ৷
Tags:
sports