নিউজ ডেস্ক - ফের দুর্ঘটনা মা উড়ালপুরে। নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেলে ধাক্কা মেরে উড়ালপুর থেকে ছিটকে নীচে পড়ে গুরুতর জখম অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয় এক বাইক আরোহীকে। কিন্তু পড়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কেশব ঝানামে ওই ব্যাক্তির। জানা যাচ্ছে,বুধবার সকাল ৮. ৩০ নাগাদ তিলজলা ট্র্যাফিক গার্ডের কাছে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুত গতির পার্ক সার্কাসের দিকে আসা ওই বাইকে ছিলেন দুই আরোহী। সায়েন্স সিটির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি গার্ডরেলে ধাক্কা মারে।ঘটনায় চালক রক্ষা পেলেও উড়ালপুর থেকে ছিটকে নীচে পড়ে যান আর এক আরোহী যুবক। গুরুতর জখম অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চালককেও হাসপাতালে নিয়ো যাওয়া হয়। তাঁর আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাঁকে।
Tags
ROAD ACCIDENT