নিউজ ডেস্ক - শুক্রবার অন্ধ্র প্রদেশের চিত্তুরে বাসের সাথে লরির সরাসরি সংঘর্ষের জেরে কমপক্ষে ৮ জনের মৃত্যু এবং আহত হয়েছেন ৩৩ জনের বেশি। দুর্ঘটনা নিয়ে অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু শোকপ্রকাশ করে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন।
জানা যাচ্ছে, অন্ধ্র প্রদেশের একটি সরকারি বাস তিরুপতি থেকে বেঙ্গালুরুরের দিকে যাচ্ছিল। আর চিত্তুর জেলায় মোগিলি ঘাটের কাছে চিত্তুর-বেঙ্গালুরু হাইওয়েতে একটি লরির সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। লরির সঙ্গে সংঘর্ষের জেরে বাসের সামনের অংশটি একেবারে দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পুলিশ গিয়ে একের পর এক দেহ উদ্ধার করেন এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।শোকপ্রকাশ ও আর্থিক সাহায্যের সাথে সাথে মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। আর আহতদের চিকিৎসায় যাতে কোনও খামতি না থাকে, সেই নির্দেশ দেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী।