নিউজ ডেস্ক - শুক্রবার রাত ১১টা নাগাদ দ্বিতীয় হুগলি সেতুর ওপরে দুটি লরির সংঘর্ষের জেরে মৃত্যু ১ জনের,গুরুতর আহত তিনজন। দুর্ঘটনার জেরে লরির সামনে অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে শুধু দুটিই লরির নয় সাথে দুর্ঘটনার কবলে পড়ে আরও তিনটি গাড়ি। ঘটনার পরই পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কলকাতার দিকে পণ্য বোঝাই একটি লরি যাচ্ছিল। আর সেই মুহূর্তে ডিভাইডার টপকে হঠাৎ অন্যদিকের লেন ঢুকে পড়ে । তখনই কলকাতার দিক থেকে উল্টোপথে যাওয়া অন্য একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এরপর ঘটনাস্থলেই মৃত্যু হয় ঘাতক লরির চালকের। গুরুতর আহত হন আরও তিনজন। তাঁদের সকলকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দুর্ঘটনার জেরে হুগলি সেতুর উপর ১ ঘন্টার বেশি সময় ধরে বন্ধ ছিল হাওড়া থেকে কলকাতাগামী লেন। যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে বেশ কিছুক্ষণ সময় লাগে। দুটি লরিই অত্যন্ত দ্রুতগতিতে যাচ্ছিল বলে জানালেন প্রত্যক্ষদর্শীরা।