ANUBRATA MONDAL : অবশেষে জামিন পেয়ে বাংলায় ফিরলেন অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে

 



নিউজ ডেস্ক - গত শুক্রবার গরু পাচার মামলায় জামিন পাওয়ার পর সিবিআইয়ের পর ইডির মামলাতেও জামিন পর গতকাল রাতে পুরোপুরি ভাবে জামিন পেয়ে কলকাতায় ফিরলেন বীরভূমের দুঁদে তৃণমূল নেতা অনুব্রত। সোমবার রাতে দিল্লি থেকে কলকাতার বিমান করে রাত ২টো বেজে ২০ মিনিটের কলকাতা এসে পৌঁছন । আর মঙ্গলবার ভোর সাড়ে ৪টের কিছু আগে কলকাতায় অবতরণ করে সেই বিমান।

অনুব্রতর সাথে ছিলেন তার মেয়ে সুকন্যা মণ্ডলও। তার মেয়েও তিহাড় জেলে ছিলেন। তিনিও সম্প্রতি জামিন পান। জামিন পাওয়ার পর এতদিন দিল্লিতেই ছিলেন সুকন্যা। অবশেষে আজ সকালে বাবা-মেয়ে একইসঙ্গে রাজ্যে ফেরেন। বিমানবন্দর থেকে বেরিয়ে সোজা গাড়িতে পিছনের সিটে প্রথমে উঠে পড়েন মেয়ে তারপর ওঠেন কেষ্ট মণ্ডল।গতকাল তিহাড় থেকে বেরোনোর সময়ও গেঞ্জি প্য়ান্টেই দেখা গেলেও আজ অনুব্রত  পরণে ছিল চেনা সাদা পায়জামা পাঞ্জাবী।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন