নিউজ ডেস্ক - ডুয়ার্সের মাদারিহাটে বুনো হাতির তাণ্ডবের জেরে প্রাণ হারাল কিশোর ওরাও নামে এক যুবক। জানা যাচ্ছে, গত মঙ্গলবার চা বাগানের মুজনাইতে ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিল। ম্যাচ শেষ হওয়ার পর সন্ধাবেলা বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময়ে চা বাগানের ভিতর দিয়ে ফেরার পথে আচমকা হাতি তার উপর আক্রমণ করে মেরে ফেলে তাঁকে। রাত হয়ে যাওয়ার পরও ছেলে বাড়ি না ফেরায় সকালে থেকে খোঁজাখুঁজি শুরু হয়।
অবশেষে বুধবার দুপুরে প্রচুর খোঁজাখুঁজি করার পর চা বাগানের মাঝে তার মৃতদেহ দেখতে পাওয়া যায়। এরপর মাদারিহাট থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার হাসপাতালে পাঠায়। স্থানীয় এক বাসিন্দা বলেন, “কালকে ফুটবল খেলা ছিল। সন্ধে বেলায় যখন ফিরছিল সেই সময় একটি হাতি এসে ওকে আছড়ে ফেলে। তারপরই মৃত্যু হয়।”
Tags
WEST BENGAL