ATTACK: স্বতন্ত্র সেনানী এক্সপ্রেসকে লক্ষ্য করে ইট হামলা , আহত যাত্রীরা

 


নিউজ ডেস্ক - বন্দে ভারতের উপর হামলার পর এবারে আক্রান্ত  স্বতন্ত্র সেনানী এক্সপ্রেস। জানা যাচ্ছে বৃহস্পতিবার রাতে বিহারের সোনালী এক্সপ্রেসের উপর লক্ষ্য করে ছোড়া হয় ইট-পাথর। হলমার্ক জেরে ভাঙল ট্রেনের জানালা। এরই সাথে ইটের আঘাতে আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। 

সূত্রের খবর, জৈনগর থেকে দিল্লি যাওয়া স্বতন্ত্র সেনানী এক্সপ্রেসটি বিহারের  সমস্তিপুর পার করার সময় হঠাৎ ট্রেনের দিকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। যার জেরে বেশ কয়েকটি জানালা ভেঙে যায়। পরে ট্রেন দাঁড়ালে যাত্রীদের চিকিৎসার জন্য সমস্তিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

এরপরে ফের ট্রেনটি সমস্তিপুর স্টেশন ছেড়ে পরবর্তী সিগন্যালে পৌঁছতেই পাথর ছোড়া শুরু হয়। ট্রেনটির প্যান্ট্রিকার এবং তার পিছনের কামরা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।আর স্লিপার কোচ লক্ষ্য করেও পাথর ছোড়া হয়েছে । ঘটনার জেরে প্রায় ৪৫ মিনিট দেরীতে ট্রেনে চলে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন