নিউজ ডেস্ক - বাংলাদেশ সিরিজে আরও এক সেঞ্চুরি করে নিজেকে প্রমাণ করে দিলেন তামিলনাডুর ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন।এর আগে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ঘরোয়া ক্রিকেটে প্রচুর প্রচুর ম্যাচ খেলেছেন তিনি। পিচের সম্পর্কে জানা থাকলেও এ বারের পিচ ছিল লাল-মাটির পিচ, বাউন্স , সঙ্গে ঘাসও রয়েছে। ম্যাচের শুরুর দিকে বাংলাদেশ পেসারদের দাপটে ব্যাকফুটে ছিল ভারত। কঠিন পরিস্থিতি থেকেই সেঞ্চুরিও করলেন অশ্বিন।
এই ম্যাচের আগে পাঁচটি টেস্ট সেঞ্চুরি ছিল অশ্বিনের। বিদেশের মাটিতেও টেস্ট সেঞ্চুরি ছিল। তবে এ বার হোম গ্রাউন্ডে সেঞ্চুরিতে ভারতকে দুর্যোগ থেকে উদ্ধার করলেন অশ্বিন। তিনি এমন একটা সময় ক্রিজে নেমেছিলেন, যখন রান তোলাটাই হয়ে দাঁড়িয়েছিল প্রধান উদ্দেশ্য। ডিফেন্স করলে আরও পিছিয়ে পড়ার সম্ভাবনা ছিল কিন্তু কাউন্টার অ্যাটাক, রানিং বিটউইন দ্য উইকেটে অনবদ্য একটা দুটি গড়েন। আর মাত্র ৫৮ বলে হাফসেঞ্চুরি করেন। আর ১০৬ বলে রবিচন্দ্রন অশ্বিন একটি অন ড্রাইভ মারার পরের বলে ২ রান হয়। ৯৯ রানে পৌছঁনোর পর ১০৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এইদিন এর মধ্যে ১০টি বাউন্ডারি, দুটি ওভার বাউন্ডারি।