নিউজ ডেস্ক - বন্যা-কবলিত এলাকাগুলি পরিদর্শনে এসে অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু একটি রেলসেতুর উপর উঠে পরিস্থিতি দেখছিলেন। আর সেই সময়ই ট্রেন চলে আসে। আর অল্পের জন্য ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ।গত কয়েকদিনে বৃষ্টিপাতের জেরে বিজয়ওয়াড়ার বিভিন্ন স্থানে বন্যা হয়েছে।তাই বৃহস্পতিবার , ব্যক্তিগতভাবে ত্রাণ কাজের তদারকি করতে বন্যার কবলে পড়া একাধিক স্থান পরিদর্শনে যান তিনি।সঙ্গে বেশ কয়েকজন কর্মকর্তা এবং এনএসজি কমান্ডোরা ছিলেন। তাঁদের সাথে নিয়ে তিনি বিজয়ওয়াড়ার একটি ছোট রেলওয়ে সেতুর উপর থেকে বন্যা পরিস্থিতির মূল্যায়ন করছিলেন। আর সেই সময়ই আচমকা উল্টো দিক থেকে একটি ট্রেন চলে আসে।
উপস্থিত জনতা মুখ্যমন্ত্রী এবং তাঁর সঙ্গে থাকা দলের সদস্যদের সতর্ক করেন।এরপর ট্রেনটিকে দেখে চন্দ্রবাবুর সঙ্গে থাকা কর্মকর্তা এবং নিরাপত্তাকর্মীদের মধ্যেও চাঞ্চল্য সৃষ্টি হয়। তবে, সেই মুহূর্তে শান্ত ছিলেন চন্দ্রবাবু। কর্মকর্তা এবং নিরাপত্তা কর্মীদের তিনি ওই সরু সেতুটির একপাশে সরে দাঁড়ানোর নির্দেশ দেন।আর তাঁদের প্রায় অনেকটা কাছ দিয়ে ছুঁয়ে চলে যায় ট্রেনটি।ট্রেনটি চলে যাওয়ার পর, তাঁর সমর্থকদের উদ্দেশে একবার হাত নাড়েন তিনি। আর দুর্ঘটনা এড়ানোর পর তিনি তাঁর সঙ্গে থাকা কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীরা ফের বন্যা মূল্যায়নের কাজে ফিরে যান।