BLAST AT HOWRAH : উলুবেড়িয়াতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ঘটে আহত ৪ জন


নিউজ ডেস্ক - মঙ্গলবার হাওড়ার উলুবেড়িয়াতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ হয়ে আহত ৪ জন। বিস্ফোরণের জেরে ভেঙে পড়ল মাটির বাড়ি এবং ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের বাড়িও। সেখানকার এক স্থানীয় বাসিন্দারা বলছেন, "অচেনা লোকজন ওই বাড়িতে বোমা বাঁধছিল।"

ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার তপনা গ্রাম পঞ্চায়েতের ফতেপুর রথতলা এলাকায় । বিস্ফোরণের জেরে শেখ সামসুল নামে এক ব্যক্তির ছিটেবেড়ার টালির চালের ঘর প্রায় উড়ে যায়। প্রতিবেশী এক মহিলা বলেন," মঙ্গলবার বিকেলে তীব্র শব্দে কেঁপে ওঠে আশপাশ। তাঁরা বাড়ি থেকে বেরিয়ে এসে দেখেন, ধোঁয়ায় ভরে গিয়েছে চারদিক। শেখ সামসুলের বাড়িটি ভেঙে পড়েছে। বিস্ফোরণের পরই একজনকে বের করা হয় ওই বাড়ি থেকে। তাঁকে আগে কোনওদিন দেখিনি। আমাদের বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।”

জানা যাচ্ছে, শেখ সামসুলের কিছুটা দূরে আর একটি বাড়ি রয়েছে। সেখানে থাকেন ওই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি। তিনি পেশায় দর্জি সামসুল।অভিযোগ যে, দর্জির কাজের পাশাপাশি বিভিন্ন সময় বোমা তৈরি করে সরবরাহ করেন তিনি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোথাও কোনও গোলমাল হলেই শামসুলের বোমা তৈরি ব্যবসা জোরকদমে চলে। বাসিন্দাদের আরও অভিযোগ, বিষয়টি নিয়ে পুলিশকে একাধিকবার জানানো হলেও তারা কোনো পদক্ষেপ করেনি।

আর দাবি যে, এদিন কয়েকজনকে নিয়ে বোমা বাঁধছিলেন সামসুল। বোমা বাঁধার সময়ই হঠাৎ বিস্ফোরণ ঘটে। তবে আহতদের কোথায় ভর্তি করা হয়েছে, সে বিষয়ে পুলিশ কিছু প্রকাশ করে চায়নি।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন