নিজস্ব সংবাদদাতা, কলকাতা : রাজ্যের সম্প্রতি ঘটে যাওয়া নৃশংস ধর্ষণকাণ্ডের বিচার চেয়ে উত্তাল গোটা দেশ। নাগরিক সমাজ থেকে শুরু করে বিভিন্ন মহল বিভিন্ন রকম প্রতিবাদের ভাষা বেছে নিয়েছেন কখনো গান কখনো কবিতা আবার কখনো বা পথনাটিকা বা মূকাভিনয়। আর এবার ধর্ষণের বিরুদ্ধে তৈরী হলো প্রতিবাদী র্যাপ গান যার নাম 'অকাল বোধন'। যা ইতিমধ্যেই মুগ্ধ করেছে শ্রোতাদের।
সুরেন্দ্রনাথ কলেজের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র সালঙ্কো ব্যানার্জীর নেতৃত্বে এই মিউজিক ভিডিওটি তৈরি করা হয়েছে। যৌন নির্যাতন সম্পর্কে সমাজের সচেতনতা বাড়াতে ও সংগীত এবং স্টোরি টেলিং এর মাধ্যমে ধর্ষণের বিরুদ্ধে একটি শক্তিশালী সামাজিক প্রভাব তৈরি করতে এই গান তৈরি করা হয়েছে। যা প্রতিবাদের অন্যতম ভাষা হয়ে উঠতে পারে বলে মনে করছেন নির্মাতারা। ইতিমধ্যেই সোশ্যাল প্লাটফর্ম ইউটিউবে মুক্তি পেয়েছে এই মিউজিক ভিডিও।
সালঙ্কো ব্যানার্জীর পরিচালনায় র্যাপ গানটির মিউজিক ভিডিও 'অকাল বোধন' নির্মাণ করা হয়েছে, যার কথা লিখেছেন অরিজিৎ ঘোষ গানটিতে অভিনয় করেছেন তানিশা মল্লিক। এবং রুপন মল্লিকের সিনেমাটোগ্রাফি ভিডিওটিকে একটি অন্য মাত্রা দিয়েছে, যা ইতিমধ্যেই সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে।