নিউজ ডেস্ক : রেডিও থেকে কলকাতা দূরদর্শন, "খবর পড়ছি ছন্দা সেন" যার কন্ঠ বাঙালির সন্ধ্যের প্রাণের প্রদীপ ছিল। নিভল সে প্রদীপ , মন খারাপের সকালে।শারীরিক ভাবে অসুস্থ ছিলেন তিনি এবং এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার রাত ২:৩০ নাগাদ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।