নিজস্ব সংবাদ দাতা: ৩ দুষ্কৃতী গ্রেফতার, উদ্ধার অত্যাধুনিক আগেনাস্ত্র সহ চুরির কাজে ব্যবহৃত ঘর ভাঙ্গার যন্ত্রপাতি।গতকাল মধ্যরাতে গোপন সূত্র মারফত খবর পেয়ে SI নাসিরুদ্দিন আলির নেতৃত্বে পান্ডুয়া থানার পুলিশ পাইরা ব্রিজের কাছে দুষ্কৃতিদের আটক করেছে। আটক করা ব্যক্তিদের একজনের বাড়ি দাদপুর থানা, একজনের বাড়ি পোলবা এবং একজন পান্ডুয়া থানার। তাদেরকে তল্লাশি চালিয়ে পুলিশ একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং একটি তাজা কার্তুজ , এই সহ একটি ভোজালি, শাবল উদ্ধার করেছে ।এছাড়াও তাদের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিকে পুলিশ বাজেয়াপ্ত করেছেন। পুলিশের জিজ্ঞাসাবাদে জানতে পারা যায় যে তারা পান্ডুয়া সহ হুগলি জেলার আরো অন্যান্য থানায় তারা চুরি ডাকাতির কাজ করতো । এই তিনজনের বিরুদ্ধে কেস রজু করে আজকে চুঁচুড়া আদালতে পান্ডুয়া থানা প্রেরণ করা হয়েছে। এবার পালা বাকি অভিযুক্তদের ধরা এবং তাদের আইন মোতাবেক চরম শাস্তি প্রদান করা এরকম একটা অপরাধ ঘটনার চক্রকে বানচাল করে হুগলি গ্রামীন জেলা পুলিশের পান্ডুয়া থানা এক অনন্য নজির সৃষ্টি করেছে।