নিউজ ডেস্ক : গত একবছর ধরে ডিউটির ফাঁকে নিজের হাতে বানানো পাটকাঠির ঘরেই শিক্ষার বাতি জ্বালিয়ে আসছে একটা ছেলে, খুবই অল্প বয়স,হীরালাল সরকার।বলাগড় থানার ট্রাফিকে কর্মরত একজন সিভিক ।নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা ছেলেটা স্বপ্ন দেখে নাটাগড়ের আসে পাশের সমস্ত অধিবাসী ছেলে মেয়েদের কে মানুষ করবে ,দরকার পড়লে নিজে পড়াবে। সেই ভাবনার বাস্তবায়ন করেছেন তিনি।পাঠকাঠি , খড় , মাটি দিয়ে তৈরি করে ফেলেন একটা ছোট্ট চালা।সেখানে তিনি চকলেট,বিস্কুট নিয়ে হাজির হন ইউনিফর্ম পরেই।
দলে দলে ছোট্ট বাচ্চারা যোগ দেয় হীরার পাঠশালায়।
একজন সিভিকের চাকরি করে তার যে মহান প্রয়াস তা সকলের কাছে দৃষ্টান্তস্বরুপ।সৎ ইচ্ছে থাকলে কোনো বাঁধা আটকে থাকে না।তার জ্বলজ্যান্ত প্রমাণ হীরালাল সরকার। একই সঙ্গে সমস্ত পুলিশকর্মীদের গর্ব।