নিউজ ডেস্ক - দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে এক ব্যক্তিকে পিটিয়ে মারল স্থানীয় বাসিন্দারা । বাব্লু পাহারির বাড়ি স্থানীয় মন্দির বাজার এলাকায়। এই ঘটনায় পুলিশ ২জন মহিলা সহ ৩ জনকে গ্রেফতার করেছে।
বুধবার দুপুরে মথুরাপুরের উত্তর লক্ষ্মীনারায়ণপুর এলাকায় ২৭ বছর বয়সি এক মহিলা অসুস্থ হয়ে পড়েন।স্থানীয় সূত্রে খবর, পরিবারের লোকজন মনে করেন মহিলাকে ভূতে ধরেছে। আর তখন গুণিন বাবলুকে ফোন করে ডাকা হয় ওই বাড়িতে। সেই সময়ে মহিলাকে ঝাড়ফুঁক করার নামে শ্লীলতাহানি করে সে। এরপর মহিলার পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে বাবলুকে মারতে শুরু করে।আর পিটুনির জেরে অসুস্থ হয়ে পড়লে পুলিশ এসে বাবলুকে উদ্ধার করে মথুরাপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত ওই গুণিনের পরিবারের অভিযোগের উপর ভিত্তি করে ৩ জনকে গ্রেফতার করেছে মথুরাপুর থানার পুলিশ।
Tags
WEST BENGAL