নিউজ ডেস্ক : আবারো জাতীয় রাজনীতিতে নক্ষএপতন।বুদ্ধদেবের পর প্রয়াত বর্ষীমান সিপিআইএম নেতা দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।গত কয়েকদিন ধরেই দিল্লির AIIMS হাসপাতালে লাইফ সাপোর্ট সিস্টেমে ছিলেন তিনি ।আজই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।চলতি বছরের ১৯শে আগস্ট এর শ্বাসকষ্ট কষ্ট জনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হন। তারপরেই আইসিইউতে এই চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। মূলত তার সাথে বাংলা সম্পর্ক ছিল নিবিড় ।রাজ্য থেকেই রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত হন ২০০৫ সালে ।৩ দশকেরও বেশি সময় ধরে সিপিআইএমের পলিটব্যুরো সদস্য ছিলেন তিনি । শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি লেখেন, 'সীতারাম ইয়েচুরির মৃত্যুসংবাদে আমি অত্যন্ত দুঃখিত। তাঁর প্রয়াণ ভারতীয় রাজনীতিতে বড় ক্ষতি। তাঁর পরিবার, পরিজন এবং সহযোদ্ধাদের প্রতি আমার সমবেদনা।' তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, 'বর্ষীয়ান CPIM নেতা সীতারাম ইয়েচুরির প্রয়াণে দুঃখিত। যদিও আমাদের মধ্যে আদর্শগত পার্থক্য ছিল। তবে নানা বৈঠকে তাঁর সাহচর্য পেয়েছি। তাঁর সরল জীবনযাত্রা, সংসদ বিষয়ক জ্ঞান প্রশংসীয়।'
জাতীয় রাজনীতিতে শোকের ছায়া !প্রয়াত সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি
byMonisha Roy
-
0