নিউজ ডেস্ক - ঝাড়খণ্ডের কনস্টেবল নিয়োগের শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে গিয়ে মৃত্যু হল ৮ জনের । আর এই বিষয় নিয়ে অভিযোগ করছে ঝাড়খণ্ডের প্রধান বিরোধী দল বিজেপি।ঝাড়খণ্ড পুলিশের তরফ থেকে বলা হয়েছে, “শনিবার রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষা নেওয়া হয়েছিল ৭টি কেন্দ্রে। রাঁচি, গিরিডি, হাজারিবাগ, পালামু, পূর্ব সিংভূম, এবং সাহেবগঞ্জ জেলায়। দুর্ভাগ্যজনকভাবে কয়েকটি কেন্দ্রে কয়েকজন চাকরিপ্রার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে একটি মামলা রুজু হয়েছে। কেন এই মৃত্যু খতিয়ে দেখা হছে।”সরকারিভাবে ঠিক কতজন পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে, সেই তথ্য প্রকাশিত না হলেও বেসরকারি সূত্রের খবর থেকে জন্য যাচ্ছে, মৃত্যু হয়েছে ৮ জন শিক্ষার্থীর। কিন্তু বিজেপির দাবি করছে যে ১০ জনের মৃত্যু হয়েছে।
বিজেপির রাজ্য সভাপতি বাবুলাল মারান্ডির দাবি, “পরীক্ষার্থীদের মাঝরাত থেকে লাইনে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। পরদিন চড়া রোদেই দৌড়তে হয়েছে। উপযুক্ত প্রাথমিক চিকিৎসা-সহ অন্যান্য ন্যূনতম ব্যবস্থাও করা হয়নি।” এরই সাথে বিজেপির দাবি, সরকারকে মৃতদের পরিবারগুলিকে অবিলম্বে সাহায্য করতে হবে। এবং মৃতদের পরিবারপিছু একজনকে চাকরি দিতে হবে। আর এই মৃত্যুর বিচারবিভাগীয় তদন্ত সরকারকে করতে হবে।