BREAKING: লাগাতার বৃষ্টির জেরে বীরভূম ও ঘাটালে সৃষ্টি হয়েছে বন্যার পরিস্থিতি

 


নিউজ ডেস্ক - নিম্নচাপের জেরে শুক্রবার রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।আর প্রবল বৃষ্টির কারণে জলস্তর বাড়ছে বীরভূমের একাধিক নদীর। বীরভূমের তিলপাড়া জলাধার থেকে আড়াই হাজার জল ছাড়া হয়েছে।  ময়ূরাক্ষী নদীতে জলস্তর বৃদ্ধি পাওয়ার কারণে সাঁইথিয়ার অস্থায়ী ফেরিঘাট ভেঙে পড়েছে।

এর সাথে ভারী বৃষ্টির জেরে ভেঙেছে কামারডাঙ্গাল গ্রামের কাছে বক্রেশ্বর নদীর ব্রিজ। ফলে যাতায়াত ও যোগাযোগ দুই বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি গ্রামের। । চন্দ্রভাগা নদীতেও জল বাড়ায় ব্রিজের ওপর দিয়ে বইছে জল। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে যাওয়ায় ঘুর পথে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। বিভিন্ন সেচ ক্যানেলগুলিতেও বেড়েছে জলস্তর। সিউড়ি ২ নম্বর ব্লকের মাঝি গ্রামের কাছে পি এইচ ই দপ্তরের মেশিন রুমে ঢোকে জল।,

বীরভূমের সাথে সাথে ভয়ঙ্কর পরিস্থিতি পশ্চিম মেদিনীপুরের ঘাটালেও।  ইতিমধ্যে ঘাটালের ১৬ ও ১৭ নাম্বার ওয়ার্ডে ঢুকতে শুরু করেছে জল, ফলে রীতিমতো দুশ্চিন্তা বেড়েছে ঘাটালবাসীদের। ফের পুজোর আগে বন্যায় ভাসবে ঘাটাল, এমনই মনে করছেন ঘাটালের বাসিন্দারা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন