নিউজ ডেস্ক - চালকের তৎপরতায় সাঁতরাগাছি-শালিমার লোকালের যাত্রীরা বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন। জানা যাচ্ছে, বেতর লেভেল ক্রসিংয়ের কাছে চালক লক্ষ করেন সিগন্যাল পোস্ট থেকে একটি লোহার অ্যাঙ্গেল বিপজ্জনকভাবে বাইরে বেরিয়ে আছে। যা ট্রেন চলার সময় কামরার গায়ে ঘষা খেতে থাকে। যাত্রীরা লক্ষ্য করা মাত্রই গেটে ঝুলতে থাকা অনেকেই ভয়ে ভিতরেও ঢুকে পড়েন। ট্রেনের মধ্যে রীতিমতো হইচই শুরু হয়ে যায়। পরিস্থিতি যে কোনও মুহূর্তে খারাপ হতে পারত ফলে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনাও । আর সেই বড়সড় দুর্ঘটনা এড়াতে তৎক্ষণাৎ ট্রেনটি থামিয়ে দেন চালক।
উপর মহলে খবর যাওয়ার কিছুক্ষণের মধ্যেই দক্ষিণ পূর্ব রেলের ইঞ্জিনিয়ররা ঘটনাস্থলে পৌঁছে যান। গ্যাস কাটার দিয়ে অ্যাঙ্গেলটি কাটা হলে প্রায় এক ঘণ্টা পর ফের ট্রেনটি চলতে শুরু করে। কিন্তু কীভাবে সিগন্যাল পোস্টের ওই অবস্থা হল সেই নিয়ে সকলের কাছে রয়েছে জিজ্ঞাসা চিহ্ন। দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে ওই লাইনে প্রচুর ট্রেন চলাচল করে। কিন্তু কীভাবে এ ঘটনা ঘটল তা নিয়ে রয়েছে খতিয়ে দেখছেন রেলের কর্তারা।