নিউজ ডেস্ক - রাজস্থানের আজমেরের গত রবিবার মালগাড়ি লাইনচ্যুত হওয়া ঘটনা নিয়ে সামনে এল বড়ো তথ্য।তদন্ত করতে গিয়ে রেল অধিকারিকরা রেল লাইনে এমন কিছু দেখতে পেলেন যা দেখে তাঁরা অবাক হয়ে গেলেন।প্রাথমিকভাবে তাঁরা সন্দেহ করছেন যে কেউ বা কারা ট্রেন লাইনচ্যুত করার চেষ্টা করেছিল।তদন্ত করার সময়ে লাইনের ওপর থেকে একটি সিমেন্টের ব্লক পড়ে থাকতে দেখেন।আর সেই ব্লকের ওজন প্রায় ৭০ কেজি। রেল সূত্রে খবর থেকে জানা যাচ্ছে, ওই ব্লকে ধাক্কা লাগার পরও ট্রেনটি বেশ কিছুদূর এগিয়ে যায়।ইতিমধ্যে এই বিষয় নিয়ে রেলওয়ে আইন ও প্রিভেনশন অব ড্যামেজ টু পাবলিক প্রপার্টি আইনে এফআইআর দায়ের করা হয়েছে।
প্রসঙ্গ অনুযায়ী , গত রবিবার রাতে ফুলেরা-আমেদাবাদ লাইনে সারাধনা ও বঙ্গদ স্টেশনের মাঝে মালগাড়িটি লাইনচ্যুত হয়ে যায়।তবে, প্রাথমিকভাবে রেল আধিকারিকরা জানতে পেরেছিল যে লাইনের মাঝে কোনও বড় জিনিসে ধাক্কা লাগার কারণেই দুর্ঘটনাটি ঘটে। এরপর তদন্তে নেমে দেখা যায় ওই বড় আকৃতির ব্লকটি। ওই লাইনেই কিছুটা দূরে আরও একটি ব্লক দেখা গিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।