নিউজ ডেস্ক- অন্ধ্র প্রদেশের গুন্টুর জেলায় বাজেয়াপ্ত করা ৫০ লক্ষ টাকার মদের বোতল গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা করলে নিমেষের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে গিয়ে মদের বোতল চুরি করে পালানো শুরু হয়ে যায়। এইরকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়ার সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে আনুমানিক ৫০ লক্ষ টাকার বাজেয়াপ্ত করা মদের বোতলগুলিকে, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে।আর যেই মুহূর্তে মদের বোতল একটি পাটাতনের উপর রাখা হয়, ঠিক সেই মুহূর্তে স্থানীয় মানুষরা ভিড় জমিয়ে চারিদিক থেকে ঘিরে ধরে।তখন, পুলিশ যে এত মদ নষ্ট করে দিচ্ছে তা দেখে ভিড় জমানো সাধারণ মানুষ সুযোগ বুঝে মদের বোতল তুলে নেয়।এরপর একজনের দেখাদেখি পরপর সবাই একই কাজ করতে থাকে। নিমেষের মধ্যে শোরগোল পড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে কার্যত হিমশিম খেতে হয়।অবশেষে পুলিশ শক্তি প্রয়োগও করে মদ লুট আটকাতে।
Tags
India