নিউজ ডেস্ক - আজ বৃহস্পতিবার নবান্নে জুনিয়ার চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কিন্তু মুখমন্ত্রী সেই বৈঠকের লাইভ স্ট্রিম করতে রাজি না হওয়ায় বৈঠক শেষ পর্যন্ত আর হয়নি।
এইদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,"পদত্যাগ করতে রাজি আছি, আমার মুখ্যমন্ত্রীর পদ চাইনা। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আমাদের অনেক অপমান করা হয়েছে, অনেক কুৎসা , অপপ্রচার হয়েছে.. সাধারণ মানুষ জানতেন না এর মধ্যে একটা কালার আছে।" তিনি আরও জানালেন যে, "আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায়না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে, এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। মুখ্যমন্ত্রীর পদ আমি চাই না। আমি চাই মানুষ বিচার পাক। তিলোত্তমা বিচার পাক, সাধারণ মানুষ চিকিৎসা পাক।"
এছাড়াও মুখ্যমন্ত্রী জানালেন,"আপনাদের যেমন আন্দোলন আছে, পরিবারগুলো যদি আমাদের কাছে কৈফিয়ৎ চায়, তাহলে আমাদেরও তো কৈফিয়ৎ দিতে হবে। আমরা তার জন্য তৈরি থাকব।"