BREAKING: স্কুল ট্যাঙ্কের জল পান করে অসুস্থ ৩৬ জন পড়ুয়া

 


নিউজ ডেস্ক -পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর নীলদা হাইস্কুলে স্কুল ট্যাঙ্কের জল পান করে অসুস্থ ৩৬ জন পড়ুয়া। তারা আপাতত বাগদা গ্রামীণ ও এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছে। জানা যাচ্ছে , আজ দুপুরে প্রায় ১২.৩০ এর সময়ে ওই বিদ্যালয়ের ট্যাঙ্কের জল পান করার পর থেকেই স্কুলের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত একাধিক পড়ুয়াদের মাথা ঘোরানো সহ পেট ব্যথা শুরু হয়। এরপর তাঁদের উদ্ধার করে মোহনপুর বাগদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবারএদের মধ্যে আবার বেশ কয়েকজনকে এগরা মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

পুস্পিতা দত্ত নামে এক অভিভাবক বলেন, “স্কুলে গিয়েছিল সাড়ে বারোটার দিকে। প্রায় ৩৬ জন বাচ্চার শরীর খারাপ হয়েছে। মাথা ঘোরাচ্ছে। বমি হচ্ছে। কিন্তু কেন এমন হচ্ছে সেটা কেউ জানে না। আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম। বলল ট্যাঙ্ক থেকে জল খেয়েছি।” আরও একজন “সাড়ে বারোটা নাগাদ এরা সকলে অসুস্থ নেই। আমার ছেলে বলছে ট্যাঙ্কের জল খেয়েছে। স্কুলের মধ্যে ৩৭ জন বাচ্চা অসুস্থ হয়ে পড়ে।”

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন