# BREAKING: মানুষ ক্ষেপে আছে...জনতা জুতোপেটা করবে ; দিলীপ ঘোষ

 


নিউজ ডেস্ক - শুক্রবার বিজেপি নেতা দিলীপ ঘোষের নেতৃত্বে আরামবাগে তিলোত্তমার বিচারের দাবিতে মিছিলে নামল বিজেপি। সেই মিছিল থেকেই দিলীপ ঘোষের মুখ থেকে তৃণমূলকে উদ্দেশ্য শোনা যায়, “মানুষ ক্ষেপে আছে। আজ সেই রাস্তায় যাবেন না। জনতা জুতোপেটা করবে। তৃণমূলের কিছু নেতা চমকাচ্ছে ধমকাচ্ছে। বলছে দেখে নেবে। কিন্তু আমাদের দেশের মানুষ খুব ভাল। আইন মানে। সংবিধান মানে। তাই তাঁরা আপনার বাড়িতে চড়াও হয়নি। ওই নেতাদের বাড়িতে চড়াও হয়নি।” 

এর সাথে তিনি আরো বলেন, “এই সব ধমকানোর পরও তৃণমূলের নেতাদের তাঁরা রাস্তায় টেনে আনেনি। তাঁদের চৌদ্দ পুরুষের ভাগ্য ভাল। কিন্তু যদি বেশি বাড়াবাড়ি করেন সাধারণ মানুষ আপনাদের অনেক অত্যাচার সহ্য করেছে। তারা কিন্তু সীমা পার করে দেবে। তাদের কোনও দায় নেই।" এরপর তিনি আক্রমণ করে বলেন, “আপনাকে ভোট দিয়েছে বলে কি পাপ করেছে? ভোটও নেবেন চোখও দেখাবেন? আমি বলছি যে টিএমসির নেতা ও বিধায়করা যারা বেশি বাড়াবাড়ি করছেন, করবেন না। সীমা পার করে দেবে। এইরকম চৌমাথায় নিয়ে এসে জামা কাপড় খুলে বেঁধে রাখবে। বেশি হলে জুতোপেটা করে দেবে। সেই রাস্তায় যাবেন না। মানুষ ক্ষেপে আছে আজকে। সবাই বলছে আমার।”

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন