নিউজ ডেস্ক - শনিবার আসানসোলের রানিগঞ্জের ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে সাহেববাঁধ এলাকায় প্রবল বৃষ্টির জেরে ভেঙে পড়ল পরিত্যক্ত আবাসন। জেসিবির সাহায্যে উদ্ধারকাজ চালানো হলে সেখান থেকে দু’টি দেহ উদ্ধার করা হয়। ভারী বৃষ্টির জেরে আসানসোল শহরে থেকে ডিপোপাড়া ও ধাদকা যাওয়ার রেল ওভার ব্রিজে জল জমে যাতায়াতের সমস্যা তৈরি হয়। আসানসোল উত্তরের সঙ্গে দক্ষিণের যোগাযোগ কার্যত বন্ধ হয়ে যায় এদিন।
রানীগঞ্জের জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়েছে।আর তার মধ্যে পড়েছে মাইনিং কলেজের এই পরিত্যক্ত আবাসনটি। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, পরিত্যক্ত আবাসনের ভিতরে কয়েকজন ছিল। ঢালাইয়ের অংশ ভেঙে পড়ে ঘটে বিপত্তি।
Tags
accident