BREAKING: প্রকাশ্য রাস্তায় গৃহবধূকে করা হল মারধর , অভিযোগ ৬ থেকে ৭ জনের বিরুদ্ধে



 নিউজ ডেস্ক - মালদহের মোথাবাড়ি চাঁনপুরের দিনেরবেলার রাস্তায় লাঠি-বাঁশ দিয়ে প্যারী বিবি নামে এক গৃহবধূকে মারার অভিযোগ। ওই গৃহবধূকে বাঁচাতে গিয়ে রেহাই পেলেন না। আর দর্শকের ভূমিকায় গোটা গ্রাম। আর সেই সময়ে গ্রামবাসীদের উপস্থিতিতেই ছয় থেকে সাত জন ব্যক্তি হাতে বাঁশ লাঠিসোঁটা নিয়ে ওই মহিলাকে মাটিতে ফেলে মারধর করে।  

জানা যাচ্ছে, বাবলু শেখ ও প্যারি বিবিদের বসবাস করা ভিটা দখল নিতে চাইছিল স্থানীয় তাজামুল শেখ সহ বেশ কয়েকজন। আর এই ঘটনার প্রতিবাদ করলে দীর্ঘ কয়েক মাস ধরে এই ঝামেলা চলে আসছে।আর এই মর্মে গত পরশুদিন মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। গতকাল ঘটনার তদন্ত করতে ঘটনাস্থলে আসে মোথাবাড়ি থানার পুলিশ। ফলে এই নিয়ে তাজামুল শেখ সহ ছয় থেকে সাত জন তাদের উপর হামলা চালায়।আর এর পরই ব্যাপক হারে মারধর করা হয় বাবলু শেখ এবং তার পরিবারের সদস্যদের। আহত ব্যক্তি বাবলু শেখ বলেন, “আমি সকালবেলা ঘুম থেকে উঠি রাস্তায় দাঁড়ালাম। সেই সময় ওরা এসে মারতে শুরু করে। আমার স্ত্রীকে লাঠি দিয়ে মেরেছে। মেয়েটাকেও ছাড়েনি। পুলিশকে জানিয়েছিলাম।” যদিও, যাঁদের বিরুদ্ধে এই অভিযোগ জানালেও তাঁদের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন