নিউজ ডেস্ক - সোমবার সকাল ৬ টা নাগাদ মা উড়ালপুলে দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে আহত দু’জন। তাঁদের দু ' জনকেই এসএস কেএম হাসপাতালে ভর্তি করানো হয়েচ্ছে।প্রত্যক্ষদর্শীদের অভিযোগ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত একটি গাড়ি নিয়ম ভঙ্গ করে অন্য লেনে চলে আসে।কিন্তু মা উড়ালপুলের দু’টি লেনই একমুখী যান চলাচলের জন্য নির্দিষ্ট করা থাকলেও দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হওয়ার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের একাংশ জানাচ্ছে, নির্দিষ্ট লেন ভেঙে অন্য লেনে ঢুকে পড়া গাড়ির চালক মত্ত অবস্থায় ছিলেন। কিন্তু এই বিষয়ে পুলিশের তরফে এখনও কিছু জানানো হয়নি। সব দিক খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু হয়েছে।প্রাথমিক ভাবে খবর, ওইদিন সকালে কলকাতার পিটিএস থেকে তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীদের নিয়ে পার্ক সার্কাসের দিকে একটি গাড়ি যজাচ্ছিলয়ার সেই সময়ে বাংলাদেশ হাইকমিশনের কাছে একটি গাড়ি হঠাৎই লেন ভেঙে অন্য লেনে ঢুকে পড়ায় মুখোমুখি সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয় দু’টি গাড়িই।দুর্ঘটনায় একটি গাড়ি কার্যত দুমড়েমুচড়ে গেচ্ছে। দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য মা উড়ালপুল এবং এজেসি বোস রোডে যানজটের সৃষ্টি হয়েছিল।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’টি গাড়িকেই বাজেয়াপ্ত করে।