নিউজ ডেস্ক - উত্তর প্রদেশের প্রয়াগরাজে বন্ধ গাড়ির ভিতর থেকে রহস্যজনক অবস্থায় উদ্ধার হল ডাক্তারি পড়ুয়ার দেহ।প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ওই ডাক্তারি পড়ুয়া হয়তো আত্মহত্যা করেছে। নিজের শরীরে বিষাক্ত কোনও বস্তু ইঞ্জেকশন প্রবেশ করিয়ে আত্মহত্যা করে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।জানা যাচ্ছে, ওই পড়ুয়া যার নাম কার্তিকেয় শ্রীবাস্তব, মোতি নেহরু মেডিক্য়াল কলেজের সার্জারি বিভাগের স্নাতকোত্তর পড়ুয়া ছিল। আসলে তিনি উত্তরাখণ্ডের বাসিন্দা ।
সূত্রের খবর, ওই যুবক বেশ কয়েকদিন ধরেই চুপচাপ হয়ে গিয়েছিল। কারোর সঙ্গে বিশেষ কথাবার্তা বলছিল না । আর শনিবাপ প্রায় সারাদিনই বেপাত্তা ছিল যুবক। অবশেষে গাড়ির ভিতর থেকে তার দেহ উদ্ধার হয় । পুলিশ জানায় যে, হাসপাতালের তরফ থেকে পুলিশে প্রথম খবর দেওয়া হয়।তাঁদের জানানো হয় যে, এক পড়ুয়া আত্মহত্যা করেছে।তারপর পুলিশ এসে একটি বন্ধ গাড়ির ভিতর থেকে ওই ডাক্তারি পড়ুয়ার দেহ উদ্ধার করে। গাড়ির ভিতর থেকে দুটি ফাঁকা ভাইল ও একটি সিরিঞ্জ উদ্ধার হয়।