নিউজ ডেস্ক - বেঙ্গালুরুর বালিকাভাল এলাকায় একটি ফ্ল্যাটের ফ্রিজের মধ্যে থেকে উদ্ধার হল বছর ছাব্বিশের যুবতীর ৩০ টুকরো করে রাখা দেহাংশ। প্রতিবেশীরা ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়ানোয় পুলিশে খবর দেওয়া হয়।বেঙ্গালুরু পশ্চিমের অতিরিক্ত পুলিশ কমিশনার সতীশ কুমার বলেন, “দেখে মনে হচ্ছে, দেহের টুকরোগুলি বেশ কয়েকদিন ওই ফ্রিজে রয়েছে। মৃতের পরিচয় জানা গিয়েছে। যুবতী বেঙ্গালুরুতে থাকতেন। তবে তাঁর বাড়ি অন্য রাজ্যে।”
প্রাথমিক তদন্ত করার পর আরও তথ্য জানা যাবে বলে পুলিশ জানান। দেহের টুকরো উদ্ধারের পরই ঘটনাস্থলে এসে ডগ স্কোয়াড ও ফিঙ্গারপ্রিন্ট টিম। ফরেনসিক দলকে ডাকা হয়েছে বলে সতীশ কুমার জানান।কিন্তু কে বা কারা এই খুনের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে । তবে বেঙ্গালুরু পশ্চিমের অতিরিক্ত পুলিশ কমিশনার নিশ্চিত করেন, ঘটনাটি এদিন ঘটেনি তা আগেই হয়েছে
Tags
Crime