নিউজ ডেস্ক - ফের রেল দুর্ঘটনা । মঙ্গলবার জলপাইগুড়ি ময়নাগুড়ি রেল স্টেশনের কাছে লাইনচ্যুত একটি মালগাড়ি। দুর্ঘটনার পর আরও একবার প্রশ্ন উঠছে রেলের নিরাপত্তা নিয়ে। জানা যাচ্ছে , এই দিন স্টেশনে প্রবেশের মুখেই ইঞ্জিন থেকে ছিটকে যায় মালগারির বেশ কয়েকটি বগি। মালগাড়িটি অসম থেকে নিউ জলপাইগুড়ির দিকে রওনা দিয়েছিল। ঘটনাআর ক্ষতিগ্রস্ত হয়েছে রেলের বৈদ্যুতিক খুঁটি। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে রেল।
জানা গিয়েছে, জলপাইগুড়ি ময়নাগুড়ি রেলস্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হয় মালগাড়িটি। অসম থেকে নিউ জলপাইগুড়ির দিকে যাচ্ছিল গাড়িটি। দুর্ঘটনার জেরে বেশ কয়েকটি বগি ছিটকে যায় এবং লাইন থেকে নেমে যায় চাকা। লাইনের ধারে যে বিদ্যুতের খুঁটি ছিল, সেটিও ক্ষতিগ্রস্ত হয়।
আর ওই রুটে সকাল থেকে ট্রেন চলাচল ব্যাহত হয়। রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে যান।দ্রুততার সঙ্গে পরিস্থিতি সামলাতে হাইড্রা মেশিন ও জেসিবি নিয়ে যাওয়া হয়। কিন্তু ফের এই ঘটনায় আরও একবার প্রশ্ন সৃষ্টি হচ্ছে রেলের ভূমিকা নিয়ে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। সিগনালিংয়ের কোনও ছিল ছিল নাকি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা, সমস্ত দিকই তদন্ত করে দেখা হচ্ছে।