নিউজ ডেস্ক - পুজোর আগে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। এবার পুজোয় আনন্দ আরও কিছুটা বাড়ল শ্রমিকদের। বাড়ানো হল ন্যূনতম পারিশ্রমিক বা মজুরি। বুধবারই এই ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের এই সিদ্ধান্ত অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, যারা দৈনিক কাজের ভিত্তিতে উপার্জন করেন, তাদের পারিশ্রমিক কিছুটা হলেও বাড়ল। আগামী ১ অক্টোবর থেকেই নতুন পারিশ্রমিক কার্যকর হবে।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ভ্য়ারিয়েবল ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা পরিবর্তনশীল মহার্ঘ ভাতা পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মজুরি বৃদ্ধির এই সিদ্ধান্তে নির্মাণ কর্মী, লোডিং-আনলোডিংয়ের সঙ্গে যুক্ত, নিরাপত্তারক্ষী, সাফাইকর্মী, পরিচারিকা, খনি ও কৃষিকাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের পারিশ্রমিক বৃদ্ধি করা হচ্ছে। আগামী ১ অক্টোবর থেকেই নতুন সিদ্ধান্ত অনুযায়ী নতুন পারিশ্রমিক কার্যকর হবে। এর আগে চলতি বছরের এপ্রিল মাসে এই মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছিল।
নতুন পরিবর্তনশীল মহার্ঘ ভাতায় দক্ষতার উপরে ভিত্তি করে মজুরি বা পারিশ্রমিক কাঠামো ভাগ করা হয়েছে। যথা - অদক্ষ ,অল্প দক্ষ , দক্ষ এবং অত্যন্ত দক্ষ শ্রেণির শ্রমিক।আর এই শ্রেণির ভিত্তি করেই ন্যূনতম পারিশ্রমিকও স্থির করা হয়েছে।কেন্দ্রের নতুন সিদ্ধান্তে অদক্ষ কর্মীরা যেমন নির্মাণকাজ বা সাফাইকর্মীদের দৈনিক মজুরি হবে ৭৮৩ টাকা যা মাসে ২০,৩৫৮ । অল্প দক্ষ কর্মীদের ন্যূনতম দৈনিক মজুরি হবে ৮৬৮ টাকা যা মাসে ২২, ৫৬৮ টাকা। দক্ষ ও ক্লারিকাল কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের দৈনিক মজুরি হবে ৯৫৪ টাকা। যা মাসে ২৪,৮০৪ টাকা। এবং অত্যন্ত দক্ষ কর্মীরা যারা অস্ত্র নিয়ে নিরাপত্তার দায়িত্বে থাকে, তাদের দৈনিক মজুরি হবে ১০৩৫ টাকা ।যা মাসে ২৬ ,৯১০ টাকা।