নিউজ ডেস্ক - বাঁকুড়ার সিমলাপাল ব্লকের ছোটো রামবনি এলাকায় হঠাৎ করে আকাশ থেকে বিশালাকার বরফের চাঁই এসে পড়ল রাস্তার ধারে। ঘটনায় স্থানীয় সকলেই রীতিমতো অবাক । স্থানীয় সূত্রে খবরে জানা যাচ্ছে, এইদিন বাঁকুড়ার ওই গ্রামের রাস্তার ধারে জমিতে স্থানীয় বাসিন্দারা কাজ করছিলেন। বেলা ১০.৩০ নাগাদ প্রবল শব্দ শুনতে পান এলাকার লোকজন। আর সেখানের সামনের মাঠে কাজ করছিলেন স্থানীয় বাসিন্দা আকাশ দুলে।
তিনি বলেন, “আমরা কাজ করছিলাম। হঠাৎ বিকট শব্দ কানে এল। তারপর সামনে গিয়ে দেখি বিশাল বরফের গোলা পড়ে আছে। আকাশ থেকে পড়েছিল।” এলাকার মানুষরা জানাচ্ছেন যে এক কুইন্টাল, দেড় কুইন্টাল ওজনার বরফ পড়েছে ।ধীরেন রায় নামে এলাকাবাসীর কথায়, “এরকম তো আমরা শুনিনি। পরিষ্কার আকাশ। পরে আবার কয়েকজন ওই বরফ নিয়েও গিয়েছে বাড়িতে।” যদিও অনেক সময় বিমানের ডি-আইসিং হলে এরকম বরফ ফেলা হয়। তবে সেটা সাধারণত নীল রঙের হয়।