নিউজ ডেস্ক - গতকাল অর্থাৎ সোমবার সন্ধ্যায় রাজস্থানের বারমেরেতে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার একটি যুদ্ধবিমান।বারমের পুলিশের তরফ থেকে সোশ্যাল মিডিয়ার এই খবর দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, বারমেরের উত্তরলাই বায়ুসেনা ঘাঁটির নিকট বায়ুসেনার একটি মিগ-২৯ যুদ্ধবিমান ভেঙে পড়ে। তবে সৌভাগ্যবশত, দুর্ঘটনা থেকে পাইলট রক্ষা পেয়েছেন। তবে বিমানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, দাউ দাউ করে আগুন জ্বলছে যুদ্ধবিমানটিতে। ধানির অ্যালানিওর কাছে মঙ্গলা প্রসেসিং টার্মিনাল এমপিটি রোডে বিমানটি ভেঙে পড়েছে বলে খবর।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, প্রযুক্তিগত ত্রুটির জেরেই বিমানটি ভেঙে পড়েছে। তবে,এই ঘটনায় বেশি ক্ষয়ক্ষতি হয়নি।সোশ্যাল মিডিয়ায় ভারতীয় বায়ুসেনা বলেছে, “বারমের সেক্টরে একটি রুটিন নাইট ট্রেনিং মিশনের সময়, আইএএফ-এর একটি মিগ-২৯ বিমান একটি জটিল প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়। পাইলট ইজেক্ট করতে বাধ্য হন। পাইলট নিরাপদে আছেন এবং কোনও প্রাণ বা সম্পত্তির ক্ষতির খবর পাওয়া যায়নি। কোর্ট অব ইনকুইরির আদেশ দেওয়া হয়েছে।”