নিউজ ডেস্ক - গত শুক্রবার গভীর রাতে সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে এফবি গোবিন্দ নামক ট্রলারটি উল্টে গিয়েছিল। আর সেই ট্রলারে থাকা ১৭ জন মৎস্যজীবীর মধ্যে আটজনকে উদ্ধার করা গেলেও গতকাল পর্যন্ত নিখোঁজ ছিলেন ৯ জন। তাদের মধ্যে সকালে ২ জনের দেহ পাওয়া গেলেও নিখোঁজ রয়েছেন ৬ জন মৎস্যজীবীর । পরে সেই ৬ জনের মধ্যে মধ্যে ৫ জনের দেহ উদ্ধার হল কেবিনের ভিতর থেকে। উদ্ধার হওয়া শরীর গুলি ফ্যাকাসে নিঃসার হয়ে গিয়েছিল। তবে ,এখনও পর্যন্ত এক জন নিখোঁজ|
মৎস্যজীবীদের অনুমান যে, নিখোঁজ ওই ব্যক্তি কোনওভাবে ট্রলার থেকে বাইরে বেরোতে পেরেছিলেন। আর সমুদ্রে তলিয়ে গিয়ে থাকতে পারেন। আপাতত দেহ শনাক্তকরণের জন্য কাকদ্বীপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। ওই ট্রলারটিকে উদ্ধার করে হরিপুরের অদূরে লুথিয়ান দ্বীপের কাছে নিয়ে যাওয়া হলে জোয়ারের কারণে প্রথমে উদ্ধারকার্যে বিঘ্ন ঘটছিল।