নিউজ ডেস্ক - রবিবার হস্টেলের ঘর থেকে লখনউয়ের রাম মনোহর লোহিয়া ন্যাশনাল ল ইউনিভার্সিটির বছর ১৯ এর আইনের পড়ুয়া এবং এনআইএ-র ইন্সপেক্টর জেনারেল আইপিএস সন্তোষ রাস্তোগীর কন্যা অনিকা রাস্তোগির মৃতদেহ উদ্ধার হল। আর সেই ছাত্রীর মৃত্যু ঘিরে বাঁধছে রহস্যের দানা।জানা যাচ্ছে, হস্টেলের কামরায় তৃতীয় বর্ষের ওই ছাত্রীর নিথর দেহ পড়েছিল।ওইদিন সহপাঠীরা দীর্ঘক্ষণ ডাকাডাকি করার পরও, অনিকা না ওঠায় দরজা খুলে দেখা যায়, সংজ্ঞাহীন অবস্থায় সে পরেছিল। দ্রুতও তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।কিন্তু কীভাবে তাঁর মৃত্যু হল, তা এখনও জানা যায়নি। প্রাথমিক রিপোর্টে অনুযায়ী জানা যাচ্ছে মূলত হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু হয়েছে যুবতীর।
পুলিশ জানায়, দরজা ভিতর থেকেই বন্ধ ছিল।আর ঘর থেকে কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। তাঁর পোশাকও বিন্যস্ত ছিল এবং শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।তাই দেহটির ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ বোঝা যাবে।তবে যুবতীর পরিবারের তরফ থেকে এখনও পুলিশি অভিযোগ জানানো হয়নি।
Tags
India