নিউজ ডেস্ক - মঙ্গলবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের মৌখালি এলাকার এক ধান জমি থেকে বাবা-মা সহ উদ্ধার হল ছেলের দেহ । ওইদিন দুপুরে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে জল-কাদার মধ্যে তিনজনের দেহ ভাসতে থাকে দেখেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জগদীশ বিশ্বাস , শান্তি বিশ্বাস ও মানবেশ বিশ্বাসের দেহ উদ্ধার করে। কিন্তু মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। তদন্তের জন্য এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পুলিশ জানাচ্ছে, ময়নাতদন্তের জন্য দেহগুলি পাঠানো হয়েছে। তার রিপোর্ট সামনে এলে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে। কিন্তু প্রাথমিক তদন্ত অনুযায়ী পুলিশ মনে করছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাদের। এলাকার অনেকেই জানাচ্ছেন, তারা প্রায় জমিতে কাজ করে সংসার চালাতেন। ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিতুন দে বলছেন, বাড়ি থেকে বাগান পর্যন্ত সম্প্রতি কিছু কাজের জন্য বিদ্যুতের তার টানা হয়েছিল। সেই তার থেকে বিদ্যুৎপৃষ্ট হতে পারেন। ইতিমধ্যেই সেই তার উদ্ধার হয়েছে। তদন্ত চলছে।