নিউজ ডেস্ক - শনিবার রাতে বিহারের মুজাফ্ফরপুরে এবার লাইনচ্যুত পুণে স্পেশাল ট্রেনের ইঞ্জিন। জানা গিয়েছে, ওই ট্রেনের ইঞ্জিনের তিনজোড়া চাকা হড়কে ট্র্যাকের বাইরে চলে যায়। কিন্তু বড় মাপের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পাওয়া যায় । ঘটনার পর সঙ্গে সঙ্গে রেল আধিকারিকরা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করে।তবে দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ।
রেলওয়ের তরফ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মুজাফ্ফরপুর-পুণে স্পেশাল ট্রেনের ইঞ্জিনটি সেটিংয়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।আর সেই সময়ই তিন জোড়া চাকা লাইনচ্যুত হয়ে পরে।কিন্তু কী কারণে হঠাৎ লাইনচ্যুত হয়ে গেল ইঞ্জিনটি, তা খতিয়ে দেখা হচ্ছে। আবার, ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার পরে অন্য আরেকটি ইঞ্জিনের ব্যবস্থা করা হয় এবং দেড় ঘণ্টা দেরীতে স্পেশাল ট্রেনটি ছাড়ে। আরপিএফ গোটা বিষয়টি তদন্ত করে দেখছে।
Tags
accident