নিউজ ডেস্ক - টানা ১৫ দিনের জের করার পর অবশেষে সোমবার গ্রেপ্তার করা হল আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। জানা যাচ্ছে, তরুণী চিকিৎসককে খুন বা ধর্ষণের মামলায় নয় বরং আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে। আজ সকাল থেকে আর জি করের প্রাক্তন অধ্যক্ষকে করা জিজ্ঞাসাবাদে একাধিক অসংগতি পাওয়া যায় । আর সিবিআইয়ের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের কর্তারা তাকে নিয়ে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয় তাঁকে। আর সেখানেই গ্রেপ্তার করা হয় সন্দীপকে।
অপরদিকে, সন্দীপ গ্রেপ্তার হওয়ার পরই আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা আনন্দিত হচ্ছেন। তাঁদের কথায় অনুযায়ী, সন্দীপের গ্রেপ্তার হওয়ার ঘটনা তাদের কাছে নৈতিক জয়।
প্রসঙ্গ অনুযায়ী , এইদিন দুপুরে কলকাতার নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযানে নামেন তাঁরা। কিন্তু নগরপালকে দেখতে না পাওয়ায় রাস্তাতেই বসে পড়েছেন আন্দোলনকারীরা। সন্দীপ ঘোষের গ্রেপ্তারি নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ লেখেন, "সন্দীপ ঘোষ গ্রেপ্তার নিয়ে যাঁরা প্রতিক্রিয়া চাইছেন- তদন্ত CBI করছে। সম্ভবত দুর্নীতির মামলায় গ্রেপ্তার করেছে। এবিষয়টা সন্দীপ বা তাঁর আইনজীবীরা বলতে পারবেন। দলের কোনও বক্তব্য নেই। কিছু অভিযোগ অনেক আগেই শোনা গিয়েছিল। তখন পদক্ষেপ নিলে এখনকার অস্বস্তি এড়াতে পারত স্বাস্থ্যভবন।"