নিউজ ডেস্ক - বুধবার সন্ধ্যায় আসানসোল দক্ষিণ থানার সুকান্ত ময়দানের সামনে একটি লেডিজ হস্টেল থেকে উদ্ধার হল মানা লাহিড়ী নামে ৫৮ বছর বয়সি এক মহিলার অর্ধদগ্ধ মৃতদেহ। তাঁর বাড়ি কৃষ্ণনগরে। তিনি আসানসোলের একটি বেসরকারি ফার্মাসিস্ট কলেজে চাকরি করতেন।ওই লেডিজ হস্টেলের অন্যান্য আবাসিক মহিলারা জানান, গত ১০ থেকে ১২ দিন তিনি হস্টেলে ছিলেন না। বুধবার সকালে ফিরেছিলেন।কিন্তু এরপর ওইদিন বিকেলের দিকে একটি শব্দ শুনতে পান তাঁরা।তাঁরা দেখেন যে ওই মহিলার রুমের ভেতর থেকে গলগল করে ধোঁয়া বের হচ্ছে । পুলিশে খবর দেওয়া হলে তাঁরা এসে মৃতদেহ উদ্ধার করেন।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস ঘটনাস্থলে গিয়ে জানান, ফরেনসিক টিমকে ডাকা হয়েছে। তারা এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছেন যে, গ্যাস সিলিন্ডার ফেটে হয়ত এই ঘটনা ঘটেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাটি নিয়ে ৪ নম্বর বোরো চেয়ারম্যান রাজেশ তেওয়ারি বলেন, “আমি সন্ধ্যায় অফিসের কাজ শেষ করে ফিরছিলাম। সেই সময় আমাকে ফোন করে বলা হয় যে পাশের লেডিজ হস্টেল থেকে একটি আওয়াজ শুনতে পাওয়া গিয়েছে। এরপর আমি ফোন করি আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জকে।”